কৃতি ছাত্র যাঁরা স্বপ্রতিভায় ভাস্বরঃ

 প্রচ্ছদ / কৃতি ছাত্র যাঁরা স্বপ্রতিভায় ভাস্বরঃ

কৃতি ছাত্র যাঁরা স্বপ্রতিভায় ভাস্বরঃ

প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়ের অগণিত ছাত্র পাক-ভারত উপমহাদেশসহ সমগ্র পৃথিবীতে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছেন।

 ক্রঃনং             নাম                                             কর্মক্ষেত্র

 ০১   জনাব আবু সাঈদ চৌধুরী                     গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি, বিচারপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

০২   জনাব ড. মির্জা নূরুল হুদা(ড.এম এন হুদা), অর্থমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি,খ্যাতিমান অর্থনীতিবিদ ও টাঙ্গাইল জেলার বরেণ্য রাজনীতিবিদ

০৩   জনাব দেবেশ ভট্টাচার্য                         সাবেক বিচারপতি

০৪   জনাব মোঃ আব্দুল মান্নান                      গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  সাবেক তথ্য ও বেতার মন্ত্রী ,সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী

০৫   জনাব মানিক বন্দোপাধ্যায়                     পাক-ভারত উপমহাদেশের বিখ্যাত ঔপন্যাসিক ।

০৬   জনাব অনুপম ঘটক                           উপমহাদেশের বিখ্যাত সুরকার, সঙ্গীতশিল্পী ।

০৭   জনাব রথীন্দ্রনাথ ঘোষ ঠাকুর                  আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপক ও শিক্ষাবিদ ।

০৮   খন্দকার আসাদুজ্জামান                       মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিএসপি, সংস্থাপন সচিব, সাবেক এমপি, টাঙ্গাইল - ০২
                                                     সভাপতি, সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

০৯   জনাব শাহজাহান সিরাজ                      মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক পরিবেশ ও বন মন্ত্রী

১০   জনাব আব্দুল লতিফ সিদ্দিকী                 মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

১১   বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম      মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কদেরিয়া বাহিনীর প্রধান,সাবেক এমপি,টাঙ্গাইল- ০৮

১২   জনাব শামছুর রহমান খান শাজাহান         মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য, টাঙ্গাইল- ০৩

১৩   জনাব আলহাজ্ব ফজলুর রহমান খান ফারুক  মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমপি, টাঙ্গাইল- ০৭, চেয়ারম্যান, জেলা পরিষদ,
                                                           টাঙ্গাইল, সভাপতি, টাঙ্গাইল জেলা আওয়ামিলীগ

১৪   বীর মুক্তিযোদ্ধা মির্জা তোফাজ্জল হোসেন মুকুল, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমপি, টাঙ্গাইল- ০৫

১৫   বীর মুক্তিযোদ্ধা শওকত মোমেন শাহজাহান,  সাবেক এমপি, টাঙ্গাইল- ০৮ , সভাপতি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

১৬   জনাব আনোয়ারুল আলম শহীদ              মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত

১৭   জনাব হাসান মাহমুদ খন্দকার                র‌্যাব- এর মহাপরিচালক, আইজিপি বাংলাদেশ পুলিশ ।

১৮   জনাব যোগেন্দ্র চন্দ্র চক্রবর্তী                   সাবেক খ্যাতিমান প্রধান শিক্ষক, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল

১৯   জনাব আলহাজ্ব ছানোয়ার হোসেন            সমাজসেবক, শিক্ষানুরাগী, এমপি, টাঙ্গাইল- ০৫

২০   জনাব আলহাজ্ব আতাউর রহমান খান        সমাজসেবক, এমপি, টাঙ্গাইল- ০৩

২১   জনাব আলহাজ্ব আমানুর রহমান খান রানা   সমাজসেবক, সাবেক এমপি, টাঙ্গাইল- ০৩

২২   জনাব শওকত আলী তালুকদার              সাবেক টাঙ্গাইল পৌরসভা চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান

২৩   জনাব বুলবুল খান মাহবুব                    বিশিষ্ট কবি ও রাজনীতিবিদ

২৪   জনাব হামিদুল হক মোহন                    বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক

২৫   জনাব সায্যাদ কাদির                        বাংলাদেশের বিশিষ্ট কবি ও লেখক

২৬   জনাব আল মুজাহিদী                         বাংলাদেশের বিশিষ্ট কবি ও লেখক

২৭   প্রফেসর ড. মাহবুব সাদিক                   বিশিষ্ট কবি, অধ্যাপক, শিক্ষাবিদ

২৮   অধ্যাপক ডাঃ খন্দকার আব্দুল আউয়াল রিজভী,  সাবেক পরিচালক, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, ঢাকা।

২৯   জনাব সামিউল ইসলাম                     নাসা, আমেরিকায় কর্মরত

৩০   জনাব জাকির হোসেন                      নির্বাহী পরিচালক, ব্যুরো বাংলাদেশ

৩১   জনাব লায়ন নজরুল ইসলাম               প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নাজ গ্রপ ও লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজ

৩২   জনাব জামিলুর রহমান মিরন              সাবেক মেয়র, টাঙ্গাইল পৌরসভা।

৩৩   জনাব মোঃ হারুন অর রশিদ               বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক

৩৪   জনাব আব্দুস সালাম                      চেয়ারম্যান, একুশে টিভি।

৩৫   হীরেন্দ্র চন্দ্র চক্রবর্তী                        সাবেক শিক্ষক, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়,টাঙ্গাইল।

৩৬   অধ্যক্ষ মোঃ খোদা বখশ মিয়া               সাবেক অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ।

৩৭   প্রফেসর রনজিত কান্ত সরকার            সাবেক অধ্যাপক, সরকারি সা’দত কলেজ,করটিয়া, টাঙ্গাইল।

৩৮   প্রফেসর ড. সাইদুল ইসলাম খান           জাতিসংঘের পরিবেশ পরিকল্পনাবিদ।

৩৯   রনজিৎ দাস                                 আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী।

৪০   ডাঃ কামরুল হাসান খান                     বিশিষ্ট চিকিৎসক, উপাচার্য, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়।

৪১   কবি মাহমুদ কামাল                         এপার বাংলা, ওপার বাংলার বিশিষ্ট কবি।

৪২   ডাঃ আব্দুল বাসেত খান                    নিউরো সার্জন ও নিউরো  সেডিসিন বিশেষজ্ঞ, বর্তমানে আমেরিকায় কর্মরত।

৪৩   ডাঃ মনোয়ার হোসেন দোলন               আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যাথলজিস্ট, বর্তমানে কানাডায় কর্মরত।

৪৪   প্রকৌশলী মোঃ দলিল উদ্দিন               অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ (সওজ)।

৪৫   এস এম আসলাম তালুকদার মান্না         বাংলাদেশ চলচিত্রের জনপ্রিয় চিত্রনায়ক।

৪৬   অমিত হাসান                              বাংলাদেশ চলচিত্রের জনপ্রিয় চিত্রনায়ক।

৪৭   জনাব আবুল কাশেম                      বিশিষ্ট শিল্পপতি

৪৮   খন্দকার নাজিম উদ্দিন                       বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক।

৪৯   বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু         বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী ও সমাজ সেবক।

৫০   জনাব নিরঞ্জন মণ্ডল                          সাবেক সচিব ও মহাপরিচালক, বিসিএস (প্রশাসন) একাডেমী, শাহাবাগ ঢাকা।

৫১  প্রকৌশলী মোঃ আব্দুল করিম খান             আন্তর্জাতিক বহুজাতিক কোম্পানীতে উচ্চপদে আমেরিকায় কর্মরত।

৫২  অধ্যাপক ডাঃ সাইফ উদ্দীন একরাম          বিশিষ্ট চিকিৎসক, মেডিসিন বিশেষজ্ঞ

৫৩   জনাব প্রদীপ কুমার দাস                     অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয়।

৫৪   প্রকৌশলী ফরিদ আহেমদ

৫৫  প্রকৌশলী ইকবাল কবীর সাগর

৫৬  প্রকৌশলী সামিউল হক খান                   বহুজাতিক কোম্পানীতে সার্ভার ডিজাইনার হিসেবে আমেরিকায় কর্মরত।

     

    

 সম্মানীত সাবেক ছাত্রদের আরও অনেকের তথ্য সময় স্বল্পতার কারণে সন্নিবেশিত করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

কিছু বিখ্যাত প্রাক্তন ছাত্রের ছবি

  •   BINDUBASINI GOVT. BOYS’ HIGH SCHOOL, TANGAIL
  •   PHONE : ০৯২১-৬৩৪১৪ MOBILE: ০১৭১৮১১৮৭৭৭
  • hmbbgovbhs@yahoo.com

ফটো গ্যালারি