বাৎসরিক কার্যক্রম

 প্রচ্ছদ / বাৎসরিক কার্যক্রম

বিদ্যালয়ের বাৎসরিক কার্যক্রম

 

শ্রেনী কার্যক্রমঃ

বিদ্যালয়ের শ্রেনী কার্যক্রম ২টি শিফটে অনুষ্ঠিত হয়:-

ক) প্রভাতী: সকাল ৭.০০ টা হতে দুপুর ১২.০০ টা পর্যন্ত।  খ) দিবা: দুপুর ১২.১৫ টা হতে দুপুর ৫.২৫ টা পর্যন্ত।

শিক্ষাবর্ষ ০১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর। শিক্ষাবর্ষ ২টি পর্বে বিভক্ত হবে এবং প্রতি পর্বের শেষে একটি পরীক্ষা অনুষ্ঠিক হবে। প্রতি পর্বের পরীক্ষার সময়কাল ১৪ দিনের বেশি হবে না।

বিশেষ দ্রষ্টব্য : প্রত্যেক পরীক্ষাতে প্রতিটি বিষয়ে মোট নম্বরের ৮০% চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা পদ্ধতিতে এবং ২০% ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিতে গণনা করা হবে।

 

সহপাঠক্রমিক ও অন্যান্য কার্যক্রম :

 

১। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

২। বার্ষিক মিলাদ মাহফিল

৩। শ্রী পঞ্চমী (সরস্বতী পূজা)

৪। এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

৫। বি.এন.সি.সি কার্যক্রম

৬। স্কাউট কার্যক্রম

৭। জীবন দক্ষতা উন্নয়ন কার্যক্রম

৮। শহীদ দিবস ও আন্তর্জাতি মাতৃভাষা দিবস উদযাপন

৯। জাতীয় শিশু দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ন দিবস উদযাপন

১০।স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১১। জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) পালন

১২। ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) উদযাপন

১৩। বৃক্ষরোপন কার্যক্রম

১৪। শিক্ষা সফর

১৫। স্বাক্ষরতা দিবস পালন

১৬। বিশ্ব পরিবেশ দিবস পালন

১৭। জাতীয় বিজ্ঞান সপ্তাহ পালন

১৮। মহান বিজয় দিবস উদযাপন

১৯। পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০। বিতর্ক প্রতিযোগিতা

২১। চিত্রাংকন প্রতিযোগিতা

২২। খেলাধুলায় অংশ গ্রহন

  •   BINDUBASINI GOVT. BOYS’ HIGH SCHOOL, TANGAIL
  •   PHONE : ০৯২১-৬৩৪১৪ MOBILE: ০১৭১৮১১৮৭৭৭
  • hmbbgovbhs@yahoo.com

ফটো গ্যালারি