আবাসিক ব্যবস্থার বিবরন:
ছাত্রাবাস |
২ তলা- ৮ কক্ষ বিশিষ্ট |
প্রধান শিক্ষকের বাসভবন |
১ তলা |
প্রধান শিক্ষকের বাসভবন:
স্কুল এর সাথেই রয়েছে আমাদের সুবিশাল আবাসিক এলাকা। যার মধ্যে প্রধান শিক্ষকের জন্য বাস ভবন (বাগান সহ)।
ছাত্রাবাস:
ছাত্রদের থাকার জন্য রয়েছে সুবিশাল (২ তলা- ৮ কক্ষ বিশিষ্ট) ছাত্রাবাস। যেখানে প্রায় ৫০ জন ছাত্র একসাথে থাকতে পারে। রয়েছে একটি ডাইনিং, যেখানে সকল ছাত্র একসাথে খাবার খেতে পারে।
প্রত্যেক ছাত্রের জন্য রয়েছে আলাদা আলাদা থাকা এবং পড়ার ব্যবস্থা।