সহ শিক্ষা কার্যক্রম

 প্রচ্ছদ / সহ শিক্ষা কার্যক্রম

 

সহপাঠক্রমিক ও অন্যান্য কার্যক্রম :

 

১। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

২। বার্ষিক মিলাদ মাহফিল

৩। শ্রী পঞ্চমী (সরস্বতী পূজা)

৪। এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

৫। বি.এন.সি.সি কার্যক্রম

৬। স্কাউট কার্যক্রম

৭। জীবন দক্ষতা উন্নয়ন কার্যক্রম

৮। শহীদ দিবস ও আন্তর্জাতি মাতৃভাষা দিবস উদযাপন

৯। জাতীয় শিশু দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ন দিবস উদযাপন

১০।স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১১। জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) পালন

১২। ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) উদযাপন

১৩। বৃক্ষরোপন কার্যক্রম

১৪। শিক্ষা সফর

১৫। স্বাক্ষরতা দিবস পালন

১৬। বিশ্ব পরিবেশ দিবস পালন

১৭। জাতীয় বিজ্ঞান সপ্তাহ পালন

১৮। মহান বিজয় দিবস উদযাপন

১৯। পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০। বিতর্ক প্রতিযোগিতা

২১। চিত্রাংকন প্রতিযোগিতা

২২। খেলাধুলায় অংশ গ্রহন


স্কাউট
:
১৯৬২ খ্রিস্টাব্দে সাবডিভিশনাল র‌্যালিতে আমাদের স্কাউট দল চ্যাম্পিয়নশীপ অর্জন করে। ১৯৬৬ ও ১৯৬৭ খ্রিস্টাব্দে সাবডিভিশনাল র‌্যালিতে বিভিন্ন বিষয়ে দুটি পুরস্কার পায়। ১৯৬৩ খ্রিস্টাব্দে বিদ্যালয়ের স্কাউটার আনোয়ারুল আলম শহীদ (সাবেক সচিব ও রাষ্ট্রদূত) গ্রীসে বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণ করে বিশেষ কৃতিত্ব অর্জন করেন।

খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাফল্যঃ

খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে এই বিদ্যালয়ের রয়েছে ঈর্ষান্বিত সাফল্য। স্বনামধন্য এই বিদ্যালয় ১৯৯৫ খ্রিস্টাব্দে ১৩তম ও ১৯৯৯ খ্রিস্টাব্দে ১৭তম জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

  •   BINDUBASINI GOVT. BOYS’ HIGH SCHOOL, TANGAIL
  •   PHONE : ০৯২১-৬৩৪১৪ MOBILE: ০১৭৫৮০৯১০৯৯
  • hmbbgovbhs@yahoo.com

ফটো গ্যালারি