অভিভাবক কর্নার

 প্রচ্ছদ / অভিভাবক কর্নার

৩ এপ্রিল, ১৮৮০ খ্রিস্টাব্দে কতিপয় শিক্ষানুরাগী ও সরকারি কর্মকর্তা-কর্মচারী টাঙ্গাইলের একটি মাইনর স্কুলকে হাই স্কুলে উন্নীত করেন এবং ময়মনসিংহ জেলার তদানীন্তন জেলা প্রশাসক গ্রাহাম সাহেবের নামে গ্রাহাম ইংলিশ হাই স্কুল নামকরণ করেন। প্রায় পাঁচ বছর বিদ্যালয়টি অর্থসংকটের ভেতর দিয়ে পরিচালিত হয়। গ্রাহাম ইংলিশ হাই স্কুল কর্তৃক আর্থিক সুবিধার জন্য টাঙ্গাইলের ধনবাড়ীর কীর্তিমান জমিদার মরহুম নবাব বাহাদুর নওয়াব আলী চৌধুরী সাহেবের হাতে স্কুলটি অর্পণ করেন। কিন্তু তিনি মাত্র দুই বছর এই স্কুল পরিচালনার ব্যয়ভার বহন করেন।

তদ্পর ১৮৮৭ খ্রিস্টাব্দে টাঙ্গাইলের সন্তোষের অন্যতম ভূম্যধিকারিণী স্বর্গীয়া বিন্দুবাসিনী চৌধুরানী বিদ্যালয় পরিচালনার ব্যয়ভার গ্রহণ করেন।

  •   BINDUBASINI GOVT. BOYS’ HIGH SCHOOL, TANGAIL
  •   PHONE : ০৯২১-৬৩৪১৪ MOBILE: ০১৭১৮১১৮৭৭৭
  • hmbbgovbhs@yahoo.com

ফটো গ্যালারি